শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

নবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

নবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এর আয়োজন করে।

আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খোন্দকার আবু আশফাক।

প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আবু আশফাক বলেন, দলীয় নির্দেশ রয়েছে দলে নতুন কোন নেতাকর্মী যোগদান হবে না। আপনারা যদি কাউকে দলে ভিড়ানোর চেষ্টা করেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আপনারা সজাগ থাকুন। ১৬ বছর যারা আওয়ামী লীগের সাথে মিশে জুলুম অত্যাচার করেছে, তারা আবার আপনাদের সাথে মিশে অপকর্ম করবে। সামনে নির্বাচন, জনগণের কাছে ভোট চাইতে হবে। তারা চাইবে আমাদের বদনাম করতে। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পালিয়েছে। হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা আজ পালিয়ে গেছে।

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে দীর্ঘদিন কারাগারে আটকে রেখে ছিলো ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। তিনি আরও বলেন, আজ বেগম খালেদা জিয়া মুক্ত। দীর্ঘদিন কারাগারে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর চিকিৎসার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার জন্য সকলেই দোয়া করবেন।
তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে নিজের মধ্যে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ।

এ সময়ে দোয়া মাহফিলে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকারের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আজাদুল হাই পান্নু, আব্দুল্লাহ আল মামুন খান, আবু শফিক মাসুদ, এরশাদ আল মামুন, মহসীন রহমান আকবর, মিজানুর রহমান, মহসীন আহমেদ তুষার, ডা. আব্দুস সালাম, জুয়েল আহমেদ, দুর্জয় মাহমুদ, রুবেল তালুকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com