বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

নবাবগঞ্জে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নবাবগঞ্জে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়৷

গত শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় পাতিলঝাপ উচ্চ বিদ্যদলয়ের মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷ পরে আলোচনা সভার মধ্য দিয়ে এসব কম্বল বিতরণ করা হয়৷

শাহ্ আলম গাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক।

তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে মানবকল্যাণে কাজ করে৷ যে কোন দুর্যোগে বিএনপি মানুষের পাশে থেকে সেবা করে৷

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আশফাক বলেন, দ্রুত নির্বাচন দিন। নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশের সংস্কার করার সুযোগ দিন৷ এখনও আপনাদের প্রতি জনগণের আস্থা আছে৷ জনগণের আস্থা থাকতে নির্বাচন দিন৷

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, আব্দুস সালাম, এরশাদ আল মামুন, মিজানুর রহমান, আব্দুল আল মামুন, লেলিন আহমেদ রাসেল।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল আজিজ, সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এসএম পলাশ, কামরুল চোকদার, যুবদল নেতা এলিম সাগর, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম প্রমুখ৷

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com