শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জে পাটজাত ফসলের উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর। দিনব্যাপী ৭৫ জন পাটচাষিকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আফিয়া আক্তার।
সোমবার বেলা ১০ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত প্রশিক্ষণে বক্তাগন বলেন, দিন দিন পাট চাষিরা আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে তাঁদেরকে এ কাজে উৎসাহিত করতে সারা দেশে সরকারিভাবে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। যাতে হারিয়ে যাওয়া সোনালী ফসলের উৎপাদনে চাষীরা আগ্রহ ফিরে পায় সে জন্য আজকের প্রশিক্ষণ কর্মশালা খুবই গুরুত্মপূর্ণ।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পাট কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মন্ডল, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রুস্তম আলী প্রমূখ।