রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে নির্মাণাধীন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নবাবগঞ্জে নির্মাণাধীন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জে নির্মাণাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। গত ৫ আগস্ট উপজেলার নতুন বান্দুরায় প্যানপ্যাসিফিক প্রোপার্টিজ লিমিটেড এর কোম্পানী প্লাজায় নির্মাণাধীন পলিটেকনিক ইনস্টিটিউট হামলা করে দুর্বৃত্তরা।

হামলার প্রতিবাদে গত মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটি সামনে দাঁড়িয়ে মানববন্ধন করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

প্যানপ্যাসিফিক প্রোপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান ও কোম্পানী প্লাজার কর্ণধার লাকি আহমেদ বলেন, গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা তার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। লুট করে নেয় বিভিন্ন মালামাল। সিসি ক্যামেরা ভাঙচুর করে হার্ডডিক্সও নিয়ে যায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় তারা প্রাণনাশের হুমকিও দিয়ে যায়। ভয়ে কাজ ছেড়ে পালিয়ে যান সেখানে কর্মরত শ্রমিকরা। এরপর থেকে কাজ বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, এলাকার শিক্ষার মানোন্নয়নের জন্য বান্দুরায় পলিটেকনিক ইনস্টিটিউট করার উদ্যোগ নিয়েছি। কিন্ত একটি মহল জমিটি দখলের পায়তারা করে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধের চেস্টা চালাচ্ছে। ৫ আগস্ট যে নারকীয়তা হামলা চালিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ কাজ বন্ধ করে তারা ভয় সৃষ্টির চেস্টা করেছে। আমি প্রশাসনকে অবহিত করেছি। আশা করি, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে এলাকাবাসী সর্বোচ্চ সহযোগিতা করবে।

প্যানপ্যাসিফিক প্রোপার্টিজ লিমিটেড এর এমডি আলভী আহমেদ বলেন, যুব সমাজ সুশিক্ষায় শিক্ষিত হবে। হাতে কলমে কাজ শিখে নিজে স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করবে এমন আশা নিয়ে প্রতিষ্ঠানটি নির্মাণ করছি। কিন্ত একটি চক্র চায় না এখানে শিক্ষাপ্রতিষ্ঠান হোক। আমি সকলের কাছে আহবান করছি, যারা এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের সনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সুন্দর ও নিরাপদ বাংলাদেশের জন্য এদেশের শিক্ষার্থীরা জীবন দিতে প্রস্তত। বান্দুরা একটা পলিটেকনিক ইনস্টিউট হলে আমাদের সন্তানই এর সুফল পাবে। তাই আশা করি দ্রুত অপরাধী ধরা পড়বে এবং শাস্তি হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com