শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

নবাবগঞ্জে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার

নবাবগঞ্জে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান হতে গত ২৪ ঘন্টায় গৃহবধু ও বৃদ্ধসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এদের মধ্যে একজন নারী ও ২ জন পুরুষ। নিহতদের ২ জনের পরিচয় পাওয়া গেলেও অজ্ঞাত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানায়, উপজেলার সিংহরা গ্রামের বৃদ্ধ আব্দুল হামিদ (৮০) হারপিক পান করে মারা যায়। এছাড়া সামিয়া আক্তার(১৭)কে উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে গৃহবধুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা পাঠানো হয়েছে।

অপরদিকে, উপজেলার টিকরপুর বিলের মাঝে ধানক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর পরিচয় মিলেনি।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে খবর পেয়ে গলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাঁকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com