মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
নবাবগঞ্জ-দোহার প্রতিনিধি : নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ। এই স্লোগানকে ধারন করে, ঢাকার নবাবগঞ্জে সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিত কলা একাডেমি নাফা ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ারা যৌথভবে শুক্রবার দিনব্যাপি- আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে।
এ উপলক্ষে নাফা ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ারা সব বয়সী নারীদের জন্য আয়োজন করে বিনামূল্যে গয়না তৈরি ও রিক্সা পেইন্টিং প্রশিক্ষণের। পরে অংশগ্রহণ নারীদের মধ্যে সনদপত্র বিতিরণ করা হয়। এছাড়া নাফার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে দিনব্যাপি।
লতিফা রহমান লতার সভাপতিত্বে ও ইনভিশন আ্যাকশন রিওয়ার্ড আ্যাসেট (ইয়ারা) এর প্রতিষ্ঠাতা সায়মা রহমান তুলি এর সঞ্চালনায়, নারী দিবসের এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত), আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন নৃত্য পরিচালক বাংলাদেশ টেলিভিশন আমিরুল ইসলাম মনি । উপস্থিত ছিলেন ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ শিক্ষক কনিকা সাহা তিথি, নবাবগঞ্জ ললিত কলা একাডেমি নাফা’র সভাপতি শফিউর রহমান তোতা প্রমূখ।