বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: নবাবগঞ্জে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে তারুণ্যের উৎসব পালনে এক বর্ণাঢ্য র্যালী বের করেছে উপজেলা প্রশাসন। এছাড়া দোহার নবাবগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় আন্ত:কলেজ কুইজ ও বির্তক প্রতিযোগিতা।
বুধবার সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের নেতৃত্বে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলা চত্বর গতে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনারে যুব সমাবেশে অতিথিরা বলেন, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে তারুণ্যের উৎসব পালন করে সকলকে ইতিবাচক কাজের আহবান জানান বক্তারা। এ উৎসবকে কেন্দ্র করে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
এদিকে একই দিনে বেলা ১২ টায় তারুণ্যে উৎসব উপলক্ষে সরকারী দোহার নবাবগঞ্জ কলেজ বির্তাকিক গ্রুপ আন্ত:কলেজ কুইজ ও বির্তক প্রতিযোগিতার আয়োজন করে। কলেজ মিলনায়তনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তি সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ এ বিষয়ের উপর দুটি টিম বির্তকে অংশ নেয়। এতে সার্বিক সহযোগিতা করে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ।
কলেজের বাংলা বিভাগের শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও দিলরুবা ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।