শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বর্ধনপাড়াস্থ নূর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ আলী নূর।
এসময় বক্তারা বলেন, অতি বর্ষণের কারণে সারা দেশের গ্রামগঞ্জে বাড়ির আঙ্গিনায় পানি জমে নানা পানিবাহিত রোগ ছড়াতে পারে। এতে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রার্দুভাব বাড়তে পারে। এ বিষয়ে শিশু বৃদ্ধ ও গর্ভবতী নারীদের বিষয়ে বেশী সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশে পরিস্কার পরিচ্ছন্নতা বাড়াতে হতে। জ্বর বা ঠান্ডা সর্দি অনুভূত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ক্লিনিকে জরুরী ভাবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মালেক, উপজেলা ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ।