রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

নবাবগঞ্জে ট্রাফিক ও পরিচ্ছন্নতার কাজে শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা। সরকার পতনের পর চলমান অস্থিরতায় থানায় পুলিশ না থাকায় যানজট নিরসনে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে এমন উদ্যোগ নিয়েছে দোহার-নবাবগঞ্জ কলেজ ও কায়কোবাদ স্কাউট গ্রুপের সদস্যরা। সড়কে থাকা ইটপাটকেল লাঠিসোটা ও অন্যান্য ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করতে দেখা গেছে স্কাউট সদস্য ও শিক্ষার্থীদের।

বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে কায়কোবাদ চত্বর এলাকায় তাদেরকে ট্রাফিকের সংকেতে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের এমন কার্যক্রম চলমান রয়েছে। যদিও নবাবগঞ্জের ব্যস্ততম এলাকা হিসেবে কায়কোবাদ চত্বর সবার কাছে বেশ পরিচিত। এই গরমে সড়কে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করায় শিক্ষার্থী ও স্কাউট সদস্যদের ধন্যবাদ জানিয়েছে গাড়ি চালকসহ পথচারীরা।

এছাড়া শহীদ মিনার, থানা প্রঙ্গন, উপজেলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায়। বিশেষ করে নবাবগঞ্জ থানার প্রধান ফটকে ভাংচুরের বিভিন্ন জিনিসপত্র ও গাড়ির পড়ে থাকা গ্লাস পরিস্কার করেন তারা।

স্বেচ্ছাশ্রমে এমন উদ্যোগের বিষয়ে স্কাউট সদস্য শেখ রায়হান বলেন, জনগণের চলাচলের কথা চিন্তা করে স্বেচ্ছায় এমন কাজে অংশ নিয়েছে স্কাউট সদস্যসহ শিক্ষার্থীরা। নবাবগঞ্জ চৌরাস্তা এলাকা সবসময় যানজট লেগে থাকে। গাড়িচালক ও পথচারীদের যেন চলাচলে ভোগান্তি না হয় সেজন্য দুই সিফটে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন চলছে। সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটি টিম এবং দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত একটি টিম ট্রাফিকের কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com