মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে জমি পরিমাপের কথা বলে দখলের চেষ্টা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের একই গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আদালতে মামলা থাকার পরেও স্থানীয়রা চাপ দিয়ে শালিসী বসায় বলে অভিযোগ প্রতিপক্ষের।
স্থানীয়রা জানায়, জয়কৃষ্ণপুর গ্রামের সিরাজ উদ্দিনের বসতঘর এলাকায় ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত আদালতে মামলা চলমান রয়েছে। মীমাংসার কথা বলে মঙ্গলবার দুপুরে উভয়পক্ষ স্থানীয় শালিসীদের নিয়ে সভা করে। এক পর্যায়ে কোনো পক্ষই সিদ্ধান্ত না মেনে উঠে যায়। পরে প্রতিপক্ষ আবু তাহেরের নেতৃত্বে রাসেল, আনোয়ার, ইউনুস মেম্বার ও রহিমসহ ১০/১২ জন সিরাজের বাড়িতে হামলা করে ঘর দরজা ভাংচুর করে জমিটি দখলে নেয়ার চেষ্টা করে বলে জানা যায়।
এ বিষয়ে আবু তাহের বলেন, কারো বাড়িতে হামলা করিনি। আমার কেনা জমি দখল নিতে ঘর দরজা সরিয়ে দেয়া হয়েছে। এসময় সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমানসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তি ও বারুয়াখালী তদন্ত কেন্দ্রের এস আই আসাদ ও তোফাজ্জল উপস্থিত ছিলো। তাহের একজন আদম ব্যবসাীয় হওয়ায় তাঁর পক্ষে লোকজন গিয়ে এ ঘটনা ঘটায়।
নবাবগঞ্জে জমি দখলের চেষ্টা ও ভাংচুরের অভিযোগ
এদিকে সিরাজ উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন বলেন, তদন্ত কেন্দ্রে বার বার ফোন করেও পুলিশ পাইনি। উপায় না পেয়ে দোহার সেনা ক্যাম্পে ফোন দিলে তাঁরা ঘটনাস্থলে গেলে সবাই পালিয়ে যায়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় ভাংচুর ও দখলের বিষয়ে একটি অভিযোগ লিখিত দেয়া হয়েছে।
বারুয়াখালী তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, উভয়পক্ষের অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে কেউ ভাংচুর করেছে কিনা তা জানান নেই। এমন হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।