শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে চেয়ারম্যান পদে ডাঃ বাবুলের প্রার্থিতা ঘোষণা

স্টাফ রিপোর্টার।।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন ডাঃ মোহাম্মদ বাবুল মিয়া৷

শুক্রবার (২২ মার্চ) তার নিজ গ্রাম জয়কৃষ্ণপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করেন ডাঃ বাবুল৷ এসময় তার নিজ এলাকা ছাড়াও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আ’লীগ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন৷ ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত করা হয়৷

এর আগে ডাঃ মোহাম্মদ বাবুল সকলের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবে বলে আনুষ্ঠানিকভাবে মাইকে ঘোষণা দেয়। উপস্থিতিরাও তাকে সমর্থন করেন৷

ডাঃ মোহাম্মদ বাবুল মিয়া বক্তব্যে বলেন, ‘ নবাবগঞ্জের মধ্যে সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল পশ্চিম অঞ্চলের মধ্যে জয়কৃষ্ণপুর, শিকারীপাড়া, বারুয়াখালী ও নয়নশ্রী৷ এখানকার মানুষ আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলায় নির্বাচনে অংশ নিচ্ছি।

তিনি আরও বলেন, ‘ আপনারা কেউ ভাববেন না, আমি পরবর্তীতে শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাড়াবো৷ আপনাদের চাওয়াতে সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতায় আমি নির্বাচনে অংশ নিব বলে ঘোষণা দিয়েছি৷ আশাকরি ভালো ফলাফল নিয়ে সকলের মুখ উজ্জল করবো৷

এসময় উপস্থিতি ছিলেন, ইউপি চেয়ারম্যান আলিমোর রহমান খান পিয়ারা, মাসুদুর রহমান, মোশারফ হোসেন, আবুল হোসেন, রতন চন্দ্র বসাক প্রমুখ৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com