বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাহুল (১৯) নামে এক ইজিবাইক চালককে হত্যা করে, ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে। উপজেলার শোল্লা ইউনিয়নের চক সিংহড়া এলাকার বাসিন্দা আঃ রহমানের পুত্র রাহুল। পরিবারের চলছে এখন শোকের মাতম। নিহত রাহুলের পরিবার ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে তারা নিহত রাহুলের মৃতদেহ চক সিংহড়া ও পাতিল বাজার সংলগ্ন এলাকার মাঝামাঝি সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পড়ে তারা পুলিশকে জানায় বিষয়টি।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার থেকে রাহুল নিখোঁজ ছিলো এমন দাবি তার পরিবারের সদস্যদের। রাহুলের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে।
এঘটনার বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক অজিত কুমার বলেন, মৃত রাহুলের শরীরে ৫ টি জখমের চিহ্ন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করার কাজ চলমান রয়েছে।