মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে চাচাতো ভাইকে হত্যা

ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা এলাকায় ভজন রায়(৫৫) নামে এক পান ব্যবসায়ীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাই মনোরঞ্জন রায়ের বিরুদ্ধে। ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা এলাকায় ভজন রায়(৫৫) নামে এক পান ব্যবসায়ীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা এলাকায় ভজন রায়(৫৫) নামে এক পান ব্যবসায়ীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাই মনোরঞ্জন রায়ের বিরুদ্ধে। সোমবার রাত ৯ টায় তাকে হত্যা করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।

প্রতিবেশী ও এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় ভজন রায় তার তার চাচাতো ভাই মনোরঞ্জন রায়কে তার স্ত্রীর বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের অভিযোগ জানায়। এসময় মনোরঞ্জন নিজ স্ত্রীর বিরুদ্ধে কথা বলায় চাচাতো ভাই ভজনকে দেখে নেওযার হুমকি দেন।

পরে রাত ৯ টায় মনোরঞ্জন তার হাতে থাকা লাঠি দিয়ে ভজন রায়ের মাথায় আঘাত করেন। এসময় ভজনের চিৎকারে প্রতিবেশী ও তার স্বজনরা তাকে উপজেলার সরকারি হাসপাতালে নিয়ে আসে। কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৃত ভজনের স্ত্রী সবিতা রায় বলেন, তার স্বামী ভজনকে পূর্বপরিকল্পনা করে হত্যা কারা হয়েছে। তিনি তার স্বামীর হত্যার বিচার চেয়ে সকলের সহযোগীতা কামনা করেন।

নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহজালাল বলেন, পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যায়। আসামীকে ধরতে পুৃলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার কার্যক্রম চলমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com