রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে জামায়েত ইসলামীর উপজেলা নায়েবে আমিরসহ ছাত্র শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলে উপজেলার কাশিমপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করলে ঢাকা জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এদের প্রত্যেককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
গ্রেপ্তারকৃতকরা হলেন, জামায়েত ইসলামী নবাবগঞ্জ থানা পশ্চিমের নায়েবে আমির মো. হারুন অর রশিদ (৪৯), নবাবগঞ্জ থানার ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন আমান (২৩), সেক্রেটারি শাহরিয়ার মুরসালিন অনিক (২১), অর্থ বিষয়ক সম্পাদক তামিম ইউসুফ (১৯), সাথী সদস্য জাকির হোসেন (২১) ও তৌফিকুল তাহসিন মাহি ওরফে আবু হুরায়রা (২০)।
নবাবগঞ্জ থানার ওসি শাহ জালাল বলেন, সাধারণ ছাত্রদের ডাকা কোটা আন্দোলনের সময় গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাঁদের একাধিক প্রমাণ পায়। তাঁর ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেফতার করে। পুলিশ বাদী হয়ে মামলা করেছে মামলা নং-১৩(৭)২৪।
এঘটনায় গ্রেপ্তার ছাত্র শিবিরের উপজেলা সাধারণ সম্পাদক কলেজ ছাত্র শাহরিয়ার মুরসালিন অনিকের বাবা পাতিলঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, আমার ছেলে রাজধানীর মালিবাগ আবুগিফারী কলেজের শিক্ষার্থী। তাঁকে কেন আটক করলো তা বলতে পারছি না। সে তো কোনো আন্দোলনে যায়নি।