বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ।।
ঢাকার নবাবগঞ্জে গরু ডাকাতির ঘটনায় দুইটি ষাঁড় গরু উদ্ধার ও ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।গরু চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত এমন অভিযোগ ও বাদীর দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. শান্ত(২৫), পিতা মোঃ খোরশেদ, সাং সমসাবাদ।অনিক(ডাক নাম কালু)(২৮) পিতা মৃত বাবুল মিয়া ওরফে বাবুল পালক পিতা মোঃ নাদীম সাং সাদাপুর, নবাবগঞ্জ,ঢাকা। সুমন(৪০) পিতা শেখ খলিল সাং কান্দামাত্রা,নবাবগঞ্জ, ঢাকা। মো. রুমান(২৮) পিতা মোঃ হাতেম আলী,সাং বলমন্তচর,নবাবগঞ্জ, ঢাকা। মো. আমিনুর এহসান(৪৮) পিতা মৃত আমিরুল ইসলাম, সাং চাঁন পাড়া,থানা গোবিন্দপুর, জেলা গাইবান্ধা। সোহেল আজিজ(৪৫) পিতা মৃত আঃ রশিদ মিয়া, সাং ৭৪ ভাগলপুর লেন,থানা হাজারীবাগ, ঢাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
সকালে প্রেস রিলিজের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
নবাবগঞ্জ থানা পুলিশ শুক্রবার দুপুরে থানা গেটে প্রেস রিলিজের মাধ্যমে গনমাধ্যমকর্মীদের জানায়, উপজেলার বলন্তরচর এলাকায় ২৫ এপ্রিল রাতে কৃষক খোরশেদ আলম(৫৪) এরবাড়িতে তার গোয়াল ঘরে থাকা দুটি ষাড় গরু ডাকাতি করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা করা হয়, পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করেছে। পুলিশ অভিযানকালে ডাকাত চক্রের কাছ থেকে দুইটি চোরাইকৃত ষাড় গরু উদ্ধার করে ও এছাড়া এসময় তাদের কাছে থাকা একটি পিকাপ গাড়ি, একটি দা ও একটি ছুড়ি জব্দ করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আশরাফুল বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত গরু চুরিকরাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে যুক্তএমন অপরাধের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার করে পুলিশ।