মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

নবাবগঞ্জে কৃষি জমির টপসয়েল বিক্রির অভিযোগে ২ আটক

নিজস্ব প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জের শিকারী পাড়া ইউনিয়নে বুধবার গভীর রাতে সোনাতলা শেখরনগর থেকে কৃষি জমির টপসয়েল (মাটি) বিক্রির অভিযোগে দুই মাটি ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত। এসময় মাটি বিক্রির কাজে ব্যবহারকৃত দুটি মাহেন্দ্র জব্দ করে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে বুধবার রাত ১টার সময় শিকারিপাড়া ইউনিয়নের সোনাতলা শেখরনগর এলাকায় ইউসুফ, আজাদ ও বিল্লাল কৃষি জমির টপসয়েল (মাটি) বিক্রি করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ হাবিবুর রহমান ও মোঃ ইসতাক নামে দুইজনকে আটক করা হয়। আটককৃত দুজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মাটি বিক্রির কাজে ব্যবহারকৃত দুটি মাহেন্দ্র জব্দ করা হয়। আজাদ ও বিল্লাল ছিটকে পড়ে।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঃ হালিম বলেন, কোন অবস্থায় কৃষি জমির টপসয়েল (মাটি) বিক্রি করা যাবে না। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে আবাদি জমির মাটি বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com