মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে ৯ শত ২৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে পাটের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। পাট অধিদপ্তরের উদ্যোগে এসব বিতরণ করা হয়৷
“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই শ্লোগানে কৃষকের মধ্যে উন্নত জাতের পাটের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
শনিবার(২৯ মার্চ) বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
এসময় তালিকাভূক্ত পাট চাষীদেরকে ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি, ৩ কেজি এমওপি এবং ১ কেজি তোষা হাইব্রিড পাট বীজ প্রতিজন কৃষকের মাঝে প্রদান করা হয়।
উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রোস্তম আলীর সঞ্চালনায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্নজন উপস্থিত ছিলেন।