বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে আ’লীগ নেতাকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার:: ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের সাদাপুর এলাকায় আ’লীগ নেতা ফারুক হোসেনকে কুপিয়ে আহতের ঘটনায় শামীম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত শামীম ঐ গ্রামের আকবরের ছেলে৷

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে নবাবগঞ্জ বাজার থেকে শামীমকে আটক করে থানা পুলিশ। শামীম এই মামলার ৪ নম্বর আসামী৷ এমারত বেপারীকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যাহার সিআর মামলা নং- ২৪/২০২৪।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো. শাহজালাল প্রতিবেদককে বলেন, এঘটনায় ফারুক বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে গ্রেপ্তারী পরোয়ানা জারি হলে ৪ নম্বর আসামী শামীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলায় অন্য আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে৷

মামলা সূত্র জানা গেছে, ৬ জানুয়ারি রাত ৮ টার দিকে নির্বাচনী ক্যাম্পিং শেষে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন ফারুক। সাদাপুর কবরস্থানের পাশে রাইসমিলের কাছাকাছি পৌঁছালে পিছন থেকে ফারুকের উপর হামলা চালানো হয়৷ এসময় তাকে চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে জখম করা হয় এবং রড ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করা হয়৷ পরে ফারুকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে জড়িতরা পালিয়ে যায়৷ গুরুতর আহত অবস্থায় ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷

ইউনিয়ন আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে আ’লীগের কর্মী হিসেবে তিনি কাজ করছেন৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com