বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

নবাবগঞ্জের শতাধিক শীতার্ত পেল ভয়েস এশিয়ানের কম্বল

নবাবগঞ্জের শতাধিক শীতার্ত পেল ভয়েস এশিয়ানের কম্বল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জে তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছেন। তাই শতাধিক কম্বল নিয়ে ঐসব মানুষের পাশে দাঁড়িয়েছেন এশিয়ার বাঙ্গালী কমিউনিটির একমাত্র মুখপত্র অনলাইন নিউজ পোর্টাল ভয়েস এশিয়ান ডট নিউজ টিম।

রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রাম থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ মহতী কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন ভয়েস এশিয়ানের এডিটর এন্ড সিইও, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র আইসিটি প্রোগ্রাম প্ল্যানার এবং ফ্রিল্যান্স জার্নালিস্ট ইঞ্জি. মোশাররফ জুয়েল।

কর্মসূচীর উদ্বোধন করে ইঞ্জি. মোশাররফ জুয়েল বলেন, যেকোনো সামাজিক প্রয়োজনে এবং নবাবগঞ্জের যেকোনো দুর্যোগে আমি ও আমার নিউজ টিম আপনাদের পাশে দাঁড়াতে চাই। তারই ধারাবাহিকতায় কম্বল বিতরণ করছে ভয়েস এশিয়ান। এতে পৃষ্ঠপোষকতা করেছেন মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সী মিলেনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডি’র ম্যানেজিং ডিরেক্টর সিআইপি মো. অহিদুর রহমান। আমরা আশা করছি আগামিতেও সামাজিক যেকোন উদ্যোগে আপনাকে সাথে পাবো। যাতে আমাদের নবাবগঞ্জের নিম্নআয়ের মানুষের কিছুটা হলেও সহযোগীতা পায়।

নবাবগঞ্জের শতাধিক শীতার্ত পেল ভয়েস এশিয়ানের কম্বল

শীতবস্ত্র গ্রহণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব কয়েকজন বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুবই কষ্ট হয়েছে। ভয়েস এশিয়ানের দেয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে অনেকটা। ভয়েস এশিয়ানের জন্য আমরা অনেক অনেক দোয়া করি।

উল্লেখ্য, প্রতি বছরের মতো আসছে রমজানেও ভয়েস এশিয়ান ন্যায্যমূল্যে ভোক্তাদের মাঝে রমজানের বাজার বিতরণ ও ঈদ বাজার বিতরণ করবে সকলের মুখে হাসি ফুঁটাতে। এখান থেকে বাজারমূল্যের অর্ধেক দামে রোজার পণ্য এবং ঈদ পণ্য কিনতে পারবেন সাধারণ ক্রেতাগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com