শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

নবাবগঞ্জের বারুয়াখালীতে একটি ব্রিজের অভাবে ১০ গ্রামের মানুষের ভোগান্তী

আবুল হাশেম ফকির।।
ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়নের কান্দাবাড়িল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলালপুর ভুতের ঘাটের সংলগ্ন ওসমান মেমোরিয়াল হাসপাতাল সড়কের পাশে নির্মাণাধীন ৩০ মিটার দীর্ঘ ব্রিজটির পূর্ণ নির্মান কাজ দুইবছর অতিক্রম হলেও সম্পূর্ণ হয়নি। ফলে জনভোগান্তী চরম আকার ধারণ করেছে বলে স্থানীয়দের অভিযোগ

জানা যায়, কাঠের তৈরি ব্রিজের উপর দিয়ে ঝুকিপূর্ণভাবে প্রায় ১০ টি গ্রামের জনসাধারণ চলাচল করে আসছিলো। বিশেষ করে দুপাড়ের কোমলমতি স্কুল শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধরা চলাচলে সবচেয়ে বেশী দূর্ভোগ পোহায়। বর্ষাকালে বেশ ঝুঁকি নিয়ে চলতে হয়।

এসব দিক বিবেচনা করে, স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানকে অবগত করলে তিনি জনদূর্ভোগ লাঘবে, এখানে ব্রিজের ব্যবস্থা করেন এবং গত ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয় ১৪ জুলাই ২০২৩ ইংরেজি। কিন্ত আজ ব্রিজটির নির্মাণ কাজ সমাপ্ত না হওয়ায় ভোগান্তী যেন পিছু ছাড়ছে না এলাকাবাসীর। ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ নিয়েও অভিযোগ উঠেছে জানায় স্থানীয়রা।

জিলু নামে স্থানীয় এক কৃষক বলেন, গত দুই বছর হইলো ব্রিজের এই অবস্থা কেউ তো আইলো না, শুধু জানলাম ঠিকাদার ভাইগা গেছে। ঠিকাদার পাইলে কাজ অইবো। এ বিষয়ে বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল মোল্লা বলেন,পূর্বের ঠিকাদার ব্রিজের কাজকর্ম ফেলে পালাইয়া গিয়েছে । বিষয়টি উপজেলা এলজিইডি দেখভাল করে থাকেন।

নবাবগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জুলফিকার আলি চৌধুরী বলেন, ব্রিজের পূর্বের কাজের দরপত্র বাতিল করা হয়েছে, ঢাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নতুন দরপত্র আহ্বান করলে নতুন করে ঠিকাদার নিয়োগ দিয়ে কাজটি সম্পূর্ণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com