শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

নবাবগঞ্জের চালনাই গ্রীন ইকো হলো ব্লক ফ্যাক্টরীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের চালনাই সড়কের পাশে আধুনিক ও উন্নত মানের গ্রীন ইকো হলো ব্লক ফ্যাক্টরী নামে একটি কারখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) বিকেলে চালনাই সড়কের পাশে (পাওয়ার হাউস এর বিপরিতে) ব্লক ফ্যাক্টরীটি দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোঃ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন।

এসময় গ্রীন ইকো হলো ব্লক ফ্যাক্টরীর বিষয়াদি নিয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যবহারের উপকারিতা সম্পর্কে বলেন, গ্রীন ইকো অটো ব্লক ব্যবহারে সুবিধা কি?

১| সনাতন পদ্ধতি ইটের চেয়ে এটা ২৫% কম লাগে।
২| অটো ব্লক নোনা প্রতিরোক।
৩| এটি ভূমি কম্পন সহায়ক
৪| এটি তাপমাত্রা প্রতিরোধক।
৫|এটি অটো মেশিনে তৈরি বলে আস্তরে সিমেন্ট, বালু কম লাগে।
৬|HBRI ( House BUilding Reseach Instute) গবেষনার মাধ্যমে বলেছেন,পোড়া মাটির ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্রিক ব্যবহার করা যেতে পারে, যা ইটের চেয়ে মজবুত টেকসই, ওজনে কম এবং দামে সাশ্রয়।
৭|অটো ব্লক ১০০% পরিবেশ বান্ধব।
৮| সাধারণ ইটের তুলনায় ওজনে কম হওয়ায় স্থাপনা হয় হালকা এতে স্থাপনা দীর্ঘস্থায়ী হয়।

এছাড়া ও তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেন আওয়ামী লীগ এর প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জনবান্ধব, পরিবেশ বান্ধব উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই বলে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

আলমগীর হোসেন আরো বলেন, সরকারের নির্দেশনায় ব্লক তৈরির উদ্যোগ এবং পরিবেশ বান্ধব কারখানা এটি। ইটের ভাটার কারনে বিভিন্ন লোভী ব্যবসায়ীরা আশেপাশের ফসলি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করে দিচ্ছে। এতে দিন দিন ফসলী জমি বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি ইটের ভাটার বায়ূদূষনে পার্শ্ববর্তী জমির ফসলের ক্ষতিসাধন হচ্ছে। ব্লকের বিভিন্ন উপকারিতার কথা শেষ করে ফিতা কেটে গ্রীন ইকো হলো ব্লক ফ্যাক্টরীর চালনাইস্থ কারখানার শুভ উদ্বোধন ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ আলমাছ উদ্দিন আহমেদ, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, ৯ টি ওয়ার্ডের মেম্বার সহ দোহার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও গ্রীন ইকো হলো ব্লক ফ্যাক্টরীর স্বত্ত্বাধিকারি আমির, সুমন ও আসলামের স্বজনরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com