বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
মো. সাদের হোসেন (বুলু) নবাবগঞ্জ থেকে॥ গত ৮মে অনুষ্ঠিত ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ২য় বারের ন্যায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান সিকদার। নির্বাচনে বিজয়ী হয়ে তিনি একুশের কণ্ঠ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বেকারত্ব নিরসনে এই এলাকায় এখনো গড়ে ওঠেনি কোনো শিল্প-কলকারখানা।
ফলে নবাবগঞ্জের অধিকাংশ মানুষের জীবিকার একমাত্র ভরসা কৃষি কাজ ও প্রবাসে চাকুরী। তাই আমার চেষ্টা থাকবে নবাবগঞ্জের উন্নয়নে কাজ করাসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি মহোদয়ের সহায়তায় এই উপজেলার শিক্ষিত তরুণ তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরীতে সহায়তা করা। পাশাপাশি কর্মমূখী শিক্ষাকে উৎসাহিত করা এবং দারিদ্রতা নিরোসনে অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাওয়া।
অপরদিকে রাজধানীর পাশ^বর্তী এই উপজেলার উন্নয়নের বিষয়ে একুশের কণ্ঠকে বলেন, নবাবগঞ্জে জলাবদ্ধতা একটি সমস্যা। সামান্য বৃষ্টির পানিতেই নবাবগঞ্জের গ্রামীণ কাঁচা সড়কসহ অনেক কৃষিজমি পানিতে তলিয়ে যায়। বর্ষা এলেই দেখা দেয় জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে উপজেলার চুড়াইন, কৈলাইল, বারুয়াখালী, জয়কৃষ্ণপুর শিকারীপাড়া, নয়নশ্রী ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। তিনি এসব এলাকার জলাবদ্ধতা নিরোসনে কাজ করার পাশাপাশি দখল হওয়া সরকারি খাল, বিল উদ্ধার করতে জনসচেতনতা তৈরীতে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
তিনি বলেন সরকারি খাল ও নদীর পানির সঠিক ব্যবহারের জন্য খাল বিলসহ নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এমপি মহোদয়ের সার্বিক নির্দেশনায় কাজ করবেন। ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিকদার বলেন, নবাবগঞ্জের কালিগঙ্গা ও ইছামতি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকারিভাবে কাজ হয়েছে। প্রয়োজনে আগামী দিনেও আরো ব্যাপকভাবে নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করা হবে যাতে কৃষি ভিত্তিক এই অঞ্চলের জলাবদ্ধতার নিরসন হয়।
নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান সিকদার একুশের কণ্ঠ কে জানান, মানুষ যে আস্থা আমার ওপর রেখেছে, আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব।
অপর এক প্রশ্নের জবাবে ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আরিফুর রহমান সিকদার বলেন, জনগণ আমার ওপর আস্থা রেখে ভোটের মাধ্যেমে যে প্রতিদান দিয়েছেন তাতে আমি তাদের কাছে ঋণী হয়ে গেলাম। তাদের আস্থার প্রতিদান হিসাবে এলাকার সর্বস্তরের জনগণের জীবন মান উন্নয়নে কাজ করবো। পাশাপাশি এলাকার সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই।
তিনি বলেন, আমি অভিভূত ও কৃতজ্ঞ এলাকার ভোটারদের কাছে। তারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেন। দীর্ঘদিন ধরে একটি আধুনিক, সমৃদ্ধ নবাবগঞ্জ গড়ে তোলার যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি। তার একজন নগন্যকর্মী হিসেবে আমি তার সহযোগীতায় আপনাদের কল্যাণে কাজ করার ইচ্ছা ব্যস্তবায়নে এবার সুযোগ তৈরী হয়েছে।
নবাবগঞ্জবাসীর প্রতি আমার অনুরোধ আমার ওপর আস্থা রাখুন আপনারা। বিগত সময়ের ন্যায় সুঃখÑদুঃখে আমাকে পাশে পাবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দোহার নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের এমপি সালমান ফজলুর রহমানের পাশে আপনি আমি ও সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাবো।
একুশের কণ্ঠ কে আরো বলেন, প্রিয় নবাবগঞ্জবাসী আমার ওপর আস্থা রাখায় আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি বিগত সময়ে বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম সেই সময়ও নিজের মানবিক কার্যক্রম নিজ এলাকায় সীমাবদ্ধ রাখিনি। পুরো নবাবগঞ্জের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।
এবার উপজেলা নির্বাচনে এলাকার জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। নবাবগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করে জনগনের আস্থার প্রতিফলন দেব এবং সবসময় এলাকাবাসীর সুখে-দুঃখে কাজ করবো। একুশের কণ্ঠ আপনাকে ধন্যবাদ। আরিফ শিকদার একুশের কণ্ঠকেও ধন্যবাদ।