সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা হলেন ছেলে

মিরণ খন্দকার, গাজীপুর থেকে:: গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমকে তার মা নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের তৃতীয় পরিষদে কর্পোরেশন প্রথম সভায় সকল কাউন্সিলরের (পরিষদ সদস্য) উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন ও ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাকসুদুল হাসান বিল্লাল প্রস্তাব করেন যে, যেহেতু নবনির্বাচিত মেয়র জায়দা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সিটি কর্পোরেশনের কাজে অনেক অভিজ্ঞ এবং ইতিপূর্বে তার হাত ধরে নগরীর বৈপ্লবিক উন্নয়ন হয়েছে, তাই গাজীপুর মহানগরের উন্নয়নে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ সম্পন্ন পরামর্শ ও সহযোগিতা একান্ত প্রয়োজন। সে হিসেবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তার মা বর্তমান মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেন।

পরে উপস্থিত সকল কাউন্সিলর একযোগে তা সমর্থন করেন। পরে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রহমান একটি পত্রিকার রিপোর্ট তুলে ধরে বলেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সময়ে যেসব অনিয়নের তথ্য পাওয়া যাচ্ছে তার তদন্ত চাই। সেইসঙ্গে অবৈধভাবে যেসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে সে সকল পদোন্নতি স্থগিত রাখার দাবি জানাই। পরে উপস্থিত কাউন্সিলর গণ এর সম্মতি প্রদান করেন।

নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। এ এস এম শফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চিপ রেভিনিউ অফিসার (সিআরও) এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, হাজী মনিরুজ্জামান, মো. মিজানুর রহমান, হাসান হান্নান মিয়া হান্নু, জাহাঙ্গীর আলম, মাসুদুর হাসান বিল্লাল, হেলাল উদ্দিন, মাহবুবুর খান শিপু, পারভিন আক্তার, শিরিন আক্তার প্রমুখ। সিটির ৫৭ টি ওয়ার্ডের সংরক্ষিত সহ মোট ৭৬ জন কাউন্সিলর এর মধ্যে ৭০ জন সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com