শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

নতুন রূপে ফিরছেন ‘দিদি নম্বর ১’

বিনোদন ডেস্ক:: এক মৌসুমের শেষ, আরেক মৌসুমের শুরু। নতুন রূপে ছোটপর্দায় ফিরছেন ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শোয়ের নবম সিজন। প্রকাশ্যে তার আগাম ঝলক।

‘দিদি নম্বর ১’ মানেই রচনা বন্দ্যোপাধ্যায়। তার প্রাণখোলা হাসি ও প্রতিযোগীদের সঙ্গে জমজমাট আড্ডা জাদুতেই এই গেম শো’র টিআরপি বেড়ে চলেছে। এর আগে কিছুদিনের জন্য রচনার জায়গায় সঞ্চালনার দায়িত্ব সামলে ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। তবে তার সঞ্চালনা ছাপ ফেলতে পারেনি দর্শকদের মনে। অনুরাগীরা রচনা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনার দাবি জানাতে থাকেন।

দর্শকদের মন আঁচ করেই রচনা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় শোয়ের প্রযোজনা সংস্থা। অষ্টম সিজনও সাফল্যের সঙ্গেই সঞ্চালনা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তা শেষ হওয়ার খবরেই মনমরা হয়ে পড়েছিলেন শোয়ের অনুরাগীরা। এমন পরিস্থিতিতেই নবম সিজনের ঘোষণা করা হয়। ‘ভ্যালেন্টাইনস ডে’ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সোম থেকে শনিবার বিকেল পাঁচটায় জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত হবে ‘দিদি নম্বর ১ সিজন ৯’ (অ্যাপে সবসময় দেখা যেতে পারে)। তার আগেই প্রকাশ্যে এসেছে প্রোমো ভিডিও।

আগাম এই ঝলকে যেন আধুনিক সমাজের নারীদের কাহিনি বলা হয়েছে। যাঁরা সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যান। ভিডিওতে রচনাকে বলতে শোনা যাচ্ছে, ‘দিদিরা মনের খবর রাখে, পাশে থাকে সবসময়। অন্ধকারে দিদিরা আলোর পথ দেখায়। জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দে বাঁচতে শেখায় দিদিরা। যে দিদিরা দিদিদের এগিয়ে নিয়ে চলে, বাংলার সেই দিদিদের দিদি নম্বর ১ বলে’।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com