রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: বলিউড অভিনেত্রী সারা আলী খান সাফল্যের পর এখন আলোচনার কেন্দ্রে থাকেন। ২০১৮-তে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে অভিষেক ঘটে সাইফকন্যার। ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রাখঢাক নেই তার। প্রথম ছবি মুক্তির আগেই জানিয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ানকে তার পছন্দ। এরপর তার সঙ্গে পর্দায় রোমান্স থেকে শুরু করে বাস্তব জীবনেও রোমান্স করেছেন সারা-কার্তিক। যদিও শেষে টেকেনি তাদের সেই সম্পর্ক। এর মাঝেই শোনা যায় আরেক প্রেমিক বীর পাহাড়িয়ার কথা।
এবার শোনা যাচ্ছে নতুন প্রেমে মজেছেন সারা আলী খান। ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ, অভিনেত্রী বিনোদন জগৎ থেকে দূরে শান্তিময় সময় কাটাচ্ছেন। নতুন প্রেমিক মডেল অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে দেখা গেছে।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অর্জুন আর সারা একসঙ্গে সময় কাটাচ্ছেন, যেখানে তাদের অন্য কোনো বন্ধুকে দেখা যায়নি। এই ভিডিওটি তাদের গোপনে ডেটিং করার গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
পাপারাজ্জির পেজে শেয়ার করা ভিডিওতে সারাকে সাদা স্যুটে দেখা গেছে, মাথা ওড়না দিয়ে ঢাকা। তার পেছনেই ছিলেন প্রেমিক অর্জুন। যদিও দুজনকে একসঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা যায়নি, তবুও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ইতোমধ্যেই তাদের ‘সেরা জুটি’ বলে অভিহিত করেছেন।
সারা-অর্জুনের প্রেমের গুঞ্জন প্রথম শুরু হয়েছিল ২০২৪ সালের অক্টোবর মাসে। এরপর ডিসেম্বরে তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট এই গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। সারা-অর্জুনের ইনস্টাগ্রাম পোস্ট দেখে গুঞ্জন ছড়ায়, তারা একসঙ্গে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন। দুজনেই একই স্থান থেকে নিজেদের ছবি শেয়ার করেছিলেন।