শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: নতুন বাংলাদেশের সূর্যোদয়ের মধ্যদিয়ে দেশ গড়তে হবে। এতে তরুনদের ভূমিকা সবার আগে প্রয়োজন বলে মন্তব্য করেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মহাপরিচালক বলেন, যে দেশে তরুণরা সমাজে ও রাষ্ট্রে বেশি ভূমিকা রাখে সে দেশ তত উন্নত। মূলত এই কাজটি রাষ্ট্রই করে থাকে। ফলে রাষ্ট্র আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এই কাঠামো দিয়ে রেখেছেন যাতে করে প্রশিক্ষণের মধ্য দিয়ে তরুণরা আগামীতে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে।
প্রথমবারের মত গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢেলে সাজানোর জন্য সাড়া বাংলাদেশে ৩০ হাজার গ্রাম ভিত্তিক ভিডিপি নারী পুরুষকে মৌলিক প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। এতে তারা নিজেরা সাবলম্বী হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন। ১০ দিন ব্যাপী প্রশিক্ষণে প্রথম দিনে ওই ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা অংশ নেয়।
এসময় অনুষ্ঠানে উপমহাপরিচালক মো. রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জ কমান্ডার আশরাফুল আলম, জেলা কমান্ড্যান্ট আলমগীর শিকদার, গণসংযোগ কর্মকর্তা আশিকউজ্জামান, উপপরিচালক নাজমুছ সালেহীন নূরসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।