শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

নতুন ছবি ‘ইস্কাবন’ রক্ত দিয়ে লেখা হল ছবির পোস্টার

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ উত্তপ্ত জঙ্গলমহলে মাওবাদীদের জীবনকে কেন্দ্র করে তৈরি ‘ইস্কাবন’। পরিচালক মন্দীপ সাহা। কাহিনি রাধামাধব ম-লের।

ছবির প্রচারে শহর জুড়ে পোস্টার

আর তাতেই নতুন চমক। যে সে পোস্টার নয়! একেবারে রক্ত দিয়ে লেখা! ছবির প্রচারে শহর জুড়ে রক্ত দিয়ে লেখা পোস্টার হঠাৎ কেন এমন ভাবনা? “জঙ্গলমহলের মানুষদের ইচ্ছে ছিল এমনটাই। কারণ তাদের ব্যথা, লড়াইয়ের কথাই এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা।

তাই এই ভাবে সেজেছে পোস্টার। তবে কারও ক্ষতি করে কিছু করা হয়নি।” ছবিতে অভিনয় করেছেন নবাগত সঞ্জু, অনামিকা চক্রবর্তী, সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, অরিন্দম গঙ্গোপাধ্যায়, দুলাল লাহিড়ী, পুষ্পিতা মুখোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায় প্রমুখ। কয়েক দিন আগে গ্রামেই এই ছবি দেখার সুযোগ করে দেওয়ার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন আদিবাসীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com