শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, একুশের কন্ঠ : বছরব্যাপী নতুন নতুন খেলা আর সংস্কারে যেন নতুনত্বে সেজেছে টেনিস ফেডারেশন। সেই সঙ্গে যোগ হয়েছে আন্তর্জাতি টেনিস ফেডারেশনের (আইটিএফ)। দেয়া ‘হোয়াইট লেবেল রিকগনিশন’ স্বীকৃতি। যার মাধ্যমে সর্বাধিক পেশাদার যুগে প্রবেশ করল দেশের টেনিস। মঙ্গলবার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই স্বীকৃতির মোড়ক উম্মোচন করেন ফেডারেশনের সাধারন সম্পদাক আবু সাঈদ মোহাম্মদ হায়দার ও সহসভাপতি অ্যাডভোকেট মোতাহার হোসেন।
গত বছর নির্বাচন জিতে ১ জুলাই ফেডারেশনে আসে বর্তমান কমিটি। এরপর গত দেড় বছরে নানান খেলাধূলায় মজে ছিলেন শিশু কিশোররা। দেশে ঘরোয়া আসরের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছে বেশ কটি। তাই ডবটিএফের এই স্বীকৃতিতে বেশ খুশী কর্তারা।
সাবেক তারকা খেলোয়াড় খালেদ আহমেদের কথায়, ‘১৯৭২ সালে ফেডারেশন গঠনের পর এই প্রথম বাংলাদেশের টেনিস এই স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের।’ সাধারন সম্পাদক হায়দারের কথায়, ‘হোয়াইট লেবেল রিকগনিশনের ফলে এখন আমরা সব ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারবো। বিদেশে জাজ ও রেফারিরা এলে আমাদের আর বাড়তি খরচা করতে হবে না। তাছাড়া ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো দেশি বিদেশি সাবেক খেলোয়াড়দের অংশগ্রহনে মাস্টার্স টুর্নামেন্ট আয়োজনের জন্য আমাদের প্রস্থবকে গ্রহন করেছে (ডবটি এফের)।’
সহসভাপতি মোতাহার হোসেনের কথা, ‘স্মার্ট ক্রীড়াঙ্গণে আগেই প্রবেশ করেছে টেনিস ফেডারেশন। বিদেশিরা নিবন্ধন করছে ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে। আমাদের লেনদেনও হচ্ছে ক্যাশলেস (নগদহীন)। তাই আমার মনে হয়, ক্রীড়াঙ্গণে আমরাই প্রথম স্মার্ট ফেডারেশনে পরিণত হয়েছি।’ এদিকে আজ থেকে শুরু হচ্ছে বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের খেলা। চার দিনব্যাপী টুর্ণামেন্টে অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৬ বছরের বালক ও বালিকারা একক ইভেন্টে খেলবে।