রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

নড়াইলে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার ৪টি থানায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব মোবাইল উদ্ধার করে আনুষ্ঠানিক ভাবে তা মালিকদের নিকট হস্তানন্তর করে।

জানা গেছে, নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন এবং মো. ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি মাধ্যমে জেলার ৪টি থানার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকেন। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে ১০টি হারানো মোবাইল উদ্ধার করা হয়।

পরে এদিন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের স্মার্ট ফোন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী ও ফোকাল পয়েন্ট অফিসার, সিসিআইসি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট মোবাইল হস্তান্তর করেন।

এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুল ইসলামসহ নড়াইল সাইবার ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com