বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

নড়াইলে পল্লী বিদ্যুতের ডিজিএমের দূর্নীতি ও গ্রাহক ভোগান্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলে পল্লী বিদ্যুতের ডিজিএম হাওলাদার রুহুল আমিনের দূর্নীতি, অনিয়ম, অর্থআত্মসাত ও গ্রাহক ভোগান্তির অভিযোগে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক সমাজের আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মাদরাসা বাজার এলাকায় এসব কর্মসূচী পালিত হয়।

এ সময় বক্তব্য দেন-ভুক্তভোগী গ্রাহক মশিয়ার সিকদার, হাদিউজ্জামান হাদি, ডাবলু ফকির, লাবলু সিকদার, মফিজ সিকদার, শাহরিয়ার পারভেজ ইমনসহ অনেকে।

বক্তারা বলেন, পল্লী বিদ্যুতের ডিজিএম হাওলাদার রুহুল আমিন গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়ত দুর্ব্যবহার করছেন। বৈদ্যুতিক সমস্যার জন্য গ্রাহকদের কাছে টাকা দাবি করছেন। প্রাকৃতিক দুর্যোগে টান্সফর্মার নষ্ট হলে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছে। এমনকি তার কাছে কোনো কাজে গেলে নারী সদস্যদের সঙ্গে চরম খারাপ আচরণ করা হচ্ছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর তালতলা জোনাল অফিসের ডিজিএম হাওলাদার রুহুল আমিনের আমরা অপসারণ ও শাস্তি চাই।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ডিজিএম হাওলাদার রুহুল আমিন সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। গ্রাহকদের কাছ থেকে টাকা-পয়সা কেন চাইতে যাবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com