বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

নড়াইলে আ’লীগের যুগ্মসম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার

নড়াইলে আ’লীগের যুগ্মসম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার

এস এম আলমগীর কবির নড়াইল প্রতিনিধি:: কার্যক্রম স্থগিত থাকা নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল সাহাসহ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

নাশকতার মামলায় রোববার (২০ জুলাই) জেলার বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

এরা হলেন- জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ শেখ, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোজাম খান, লোহাগড়া পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সদস্য জাহিদ খান এবং নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হুমায়ুন সরদার।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম, নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান এবং নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com