শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

ধামরাইয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ পোশাকশ্রমিক নিহত

ধামরাইয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ পোশাকশ্রমিক নিহত

অনলাইন ডেস্ক:: ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টসের বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী ও এক পুরুষসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন পোশাকশ্রমিক।

বুধবার (২০ নভেম্বর) রাতে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টসের বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com