বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

ধামরাইয়ে ঢাকা জেলা যুবদলের সভাপতিসহ ১৬৭ নেতাকর্মীর নামে মামলা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদসহ ১৭ জনের নাম উল্লেখ করে ১৬৭ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

হামলার শিকার ধামরাই থানার এএসআই আব্দুস সোবহান বাদী হয়ে এ মামলাটি করেন। এই মামলার তিন আসামি রেজাউল করিম, জুয়েল ও মামুনকে শুক্রবার (৫ জানুয়ারি) আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস জানান, বৃহস্পতিবার সকালে ধামরাইয়ের কালামপুর বাজারে বিএনপি নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে অতর্কিতভাবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের ওপর হামলা করে।

পুলিশের পিকআপ ভ্যান ভাংচুর করে। এসময় এএসআই আব্দুস সোবহানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে খবর পেয়ে ধামরাই থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। ওই সময় অন্যরা পুলিশের উপস্থিতি দেখে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা মামালার পলাতক অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com