সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

ধান মাড়াই ট্রলি নিয়ে বাড়ি ফেরা হল না ইয়াসিনের

লালমিনরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক ও ধান মাড়াই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন আলী বাবু (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুই জন আহত হয়।

শনিবার (১ মে) সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী বাবু উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহতরা হলেন, নিহতের ছোট ভাই ইমরান(২০) ও একই গ্রামের জাহেদুর রহমান (২৫)।

জানা যায়, বৈশাখ মাস তাই চলছে দান কাটা এবং মাড়াই। তাই ধান মারাই করা শ্যালো মেশিন চালিত একটি ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলো তারা ৩ জন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক ধান মারাইয়ের ট্রলিকে ধাক্কা দিলে ট্রাক্টটি উল্টে যায় এবং ট্রলিতে থাকা তিন জন গুরতর আহত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আর অপর দুই জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের চাচা কলেজ শিক্ষক মাহাবুব হোসেন জানান, আমার বড়ভাইয়ের ছেলে ধান মাড়াই করার জন্য ট্রলি আনতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে সদস্যরা ট্রাক ও ধান মাড়াই ট্রলি উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com