বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

ধর্ষণ ও মাদককারীদের বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন করা হবে…মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কালিয়াকৈর প্রতিনিধি::

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেনে, ধর্ষণ ও মাদককারীদের বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন করা হবে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা হলরুমে সারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরোও বলেন, গণতন্ত্র থাকবে এদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। ধর্মীয় স্বাধীনতা যার যার রাষ্ট্র সবার। দুর্গাপূজা প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সিকদার মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন সরকার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com