মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

ধবলধোলাই থেকে বাঁচতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

ধবলধোলাই থেকে বাঁচতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার:: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যেখানে দুর্দান্ত ব্যাটিং করে প্রায় ৩০০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল বাংলাদেশ সেখানে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২২৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা। যার ফলে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরে সিরিজ হারতে হয় মেহেদী হাসান মিরাজের দলকে।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে সফরকারীদের। টাইগারদের সামনে এবার ধবলধোলাই থেকে বাঁচানোর চ্যালেঞ্জ। ফলে শেষ ম্যাচ অনেকটাই গুরুত্বপূর্ণ মেহেদী হাসান মিরাজদের জন্য। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের শেষ ওয়ানডে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ব্যাটিংয়ের কারণে ওয়ানডে সিরিজে এমন ভরাডুবির কথা স্বীকারও করে নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ, আমরা মাঝের ওভারগুলোয় ভালো ব্যাটিং করতে পারিনি। কোনো জুটি গড়তে পারিনি, আর একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও সাকিব ভালো খেলেছেন, কিন্তু ব্যাটিংয়ের ভুলগুলোই আমাদের ডুবিয়েছে।

টেস্ট আর টি-টোয়েন্টিতে পায়ের তলার মাটি খুঁজে না পেলেও ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ সব সময় সমীহ জাগানো দল। কিন্তু এই ফরম্যাটেও এখন ভালো করতে পারছে না তারা। চোটে পড়ায় দলে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়ের মতো নিয়মিত কয়েকজন ক্রিকেটার নেই। তাদের অনুপস্থিতিতেই কি এমন অবস্থা? মিরাজ বলেছেন, ‘আমরা যদি সেরাটা দিতে পারি, তাহলে জয় সম্ভব। দলে কে আছে বা নেই, তা নিয়ে ভাবি না। আমরা যারা আছি তাদের সেরাটা দিয়ে খেলতে হবে। এই উইকেটে আরও শৃঙ্খল থেকে স্টাম্প টু স্টাম্প বোলিং করা জরুরি।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, আমরা সব সময় নিজেদের খেলা বিশ্লেষণ করি। বোলাররা যেভাবে ম্যাচে ফিরেছে সেটি দারুণ ব্যাপার। তবে, উন্নতির জায়গা তো আছেই। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি এই সিরিজ ৩-০ করতে পারব। আমরা পয়েন্ট তুলে নিয়ে আরও ওপরে উঠতে চাই, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চাই।

আগামী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আট দল সরাসরি খেলবে। ওয়েস্ট ইন্ডিজ এখন র‌্যাঙ্কিংয়ে দশম, বাংলাদেশ নবম। সরাসরি বিশ্বকাপের টিকিট না পেলে বাছাইপর্ব খেলে বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ থাকবে।

সবশেষ ২০২১ সালে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। প্রথম ম্যাচে ৮ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হেরেছে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ১৬৪ রানের পরাজয়ে হোয়াইটওয়াশের লজ্জার নিয়ে দেশে ফিরেছিল তামিম ইকবালের দল।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com