রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

ধন্যবাদ জানানোর দিন আজ 

ধন্যবাদ জানানোর দিন আজ 

লাইফস্টাইল ডেস্ক:: ধন্যবাদ বা ‘থ্যাংক ইউ’ এমন একটি শক্তিশালী শব্দ এই শব্দটির মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ বোঝায়, প্রশংসা করা বোঝায়। ধন্যবাদ শব্দটি দিয়ে আন্তরিকতার বহিঃপ্রকাশও করা যায়। দৈনন্দিন জীবনে কৃতজ্ঞতা প্রকাশের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ‘ধন্যবাদ’ শব্দটি।

এই শব্দটি ব্যবহার করে নিজে যেমন উপকৃত হওয়া যায় তেমননি অন্যকে ভালো কাজ করার জন্য, আরেকজনের উপকার করার জন্য উদ্বুদ্ধ করা যায়। ধন্যবাদ শব্দটির চর্চা আমাদের প্রাপ্তিগুলোকে মস্তিষ্কের স্মৃতিতে সংরক্ষণ করতে উদ্বুদ্ধ করে।

আমরা জীবন চলার পথে অনেকের কাছে অনেক ভাবে ঋণী। এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা চর্চার ভাষা হতে পারে ‘ধন্যবাদ’। জন এফ কেনেডি বলেছেন, ‘‘জীবনে আমাদেরকে মাঝে মাঝে থামা উচিত এবং কিছু সময় নেওয়া উচিত তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য যারা আমাদের জীবনকে ভিন্ন করে তোলে।’’

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ লেখক ও দার্শনিক গিলবার্ট কিথ চেস্টারটন বলেছেন, ‘‘আমি মনে করি যে ধন্যবাদ তথা কৃতজ্ঞতা হলো চিন্তার সর্বোচ্চ রূপ। আর কৃতজ্ঞতা এমন এক আনন্দ, যা বিস্ময়ে দ্বিগুণ হয়’। অর্থাৎ কৃতজ্ঞতা থেকে সৃষ্ট আনন্দ কেবল মামুলি আনন্দ মাত্র নয়।

সুন্দর আর শিল্পের সঙ্গে তুলনা করা হয় এই ছোট শব্দটিকে। ফ্রেড্রিক নিক্রেজ-এর ভাষায় ‘‘সকল সুন্দর ও অসাধারণ শিল্পের একটি হলো ধন্যবাদ জানানো।’’

ফরাসি এক রাষ্ট্রনায়ক বলেছিলেন, ‘‘অকৃতজ্ঞতা সব কল্যাণের ঝর্ণা শুকিয়ে দেয়।’’ এর বিপরীতে কৃতজ্ঞতাবোধের প্রভাব চিন্তা করলে বোঝা যায়, তা মানসিকভাবে আমাদের কতটা ইতিবাচক করে তুলতে পারে। মনোবিদরা বলছেন, কৃতজ্ঞতাবোধ আমাদের মনে সুখের বিকাশ ঘটায় এবং সুখ অর্জন করতে শেখায়।

উল্লেখ্য, ডেজ অব দ্য ইয়ারের তথ্য, আজ ১১ জানুয়ারি, ধন্যবাদ দিবস (থ্যাংক ইউ ডে)। আদ্রিয়েন সু কুপারস্মিথ নামের যুক্তরাষ্ট্রের একজন নাগরিক এই দিনটি ‘উদ্‌যাপন গুরু’ করেন। ১৯৯৪ সালে তার ব্লগে ‘ধন্যবাদ দিবস’ পালনের ধারণা তুলে ধরেছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com