রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

দ্বিপক্ষীয় বৈঠকে তৌহিদ-ইসহাক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ব্যবসা-বাণিজ্যসহ ৬-৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এদিন বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। এই বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় ও তার শারীরিক খোঁজখবর নেবেন তিনি।

এর আগে দুদিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এদিন দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে (ইসহাক) স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়াম।

শনিবার সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবীরা অংশ নেন।

এ ছাড়া গতকাল বিএনপি, জামায়াত, এনসিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন ইসহাক দার। সেখানে আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, ’৭১-সহ বিভিন্ন বিষয় উঠে আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com