মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ জাকজঁমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শুরু। ‘বাংলাদেশ বাংলাদেশ’ সেøাগানে মুখরিত শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামের গ্যালারি। দর্শকদের সঙ্গে স্টেডিয়ামে আসা আগত অতিথিরাও মুগ্ধ কাবাডি ম্যাটে তুহিন তরফদার-আরদুজ্জামান মুন্সিদের দাপুটে পারফরম্যান্সে। প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে ডিফেন্স এবং রেইডিংয়ে বাংলাদেশের খেলোয়াড়রা ছিলেন দুর্দান্ত। পয়েন্ট ছিনিয়ে আনার সঙ্গে ইংলিশদের আটকিয়ে ম্যাচটা প্রথমার্ধ্বে অনেকটা নিয়ন্ত্রনে নেয়। দ্বিতীয়ার্ধ্বেও সেরা ছন্দে ছিলেন সাজুরামের দল। তাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ কাবাডিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে লাল সবুজের দলটি উড়ন্ত সূচনা করেছে।
দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ইংল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা। ১৯ মার্চ শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তিনটি লোনাসহ ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ্বে ২টি লোনাসহ ২৭-৪ পয়েন্টে এগিয়ে ছিল তুহিন তরফদারের দল। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের তুহিন তরফদার।
গ্রুপ ‘এ’তে আগামীকাল রবিবার সকাল ১০ টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা।
নাচে-গানে মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠানের পর শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশ। ২০১৬ সালে ভারতের আহমেদবাদে কাবাডি বিশ্বকাপে এই ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর গতকাল দ্বিতীয়বার মুখোমুখি হয় দু’দল। ফুটবলের দেশ ইংল্যান্ড দলে বেশ কয়েকজন ভারতীয় বংশদ্ভুত খেলোয়াড় আছে। সোমেশওয়ার কালিয়া-কেশব কুমারদের নাম দেখে অনেকেই হয়তো ভেবেছেন সমানে সমানে লড়াই হবে। কিন্তু নিজ আঙ্গিনায় বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের সেরাটা মেলে ধরে। তুহিন তরফদারের হাত ধরে প্রথম পয়েন্ট পায় লাল সবুজের দলটি। এরপর মাইকেল ওয়েলিংটনকে আটকিয়ে দ্বিতীয় পয়েন্ট পাওয়ার পরই সাজুরামের শীষ্যদের আতœবিশ্বাস বেড়ে যায়। প্রথমার্ধ্বে দু’বার ইংল্যান্ডকে অলআউট করেন তুহিন তরফদাররা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেট দলের ঐতিহাসিক জয় দিয়ে শুরু। তারপর এশিয়ান আরচারিতে তিনটি স্বর্ণ, যার দুটিই ভারতকে হারিয়ে।
সার্বিয়ায় ওয়ার্ল্ড ইনডোর এ্যাথলেটিসক চ্যাম্পিয়নশিপে লন্ডন প্রবাসী বাংলাদেশি ইমরানুর রহমানের ৬০ মিটার স্প্রিন্টে ক্যারিয়ারসেরা টাইমিং করে সেমিফাইনালে ওঠার পর জাতীয় হকি দলের এএইচএফ কাপের ফাইনালে উঠে এশিয়া কাপ খেলা নিশ্চিত করা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাসুদ পুলিশ কাবাডির অভ্যন্তরীন টুর্নামেন্ট খেলতে গিয়ে ব্যথা পেয়েছিলেন। তাই চোটের কারণে এবারের আসরে নেই দেশের এক নাম্বার রেইডার মাসুদ করিম। এদিন অবশ্য তার অভাবটা বুঝতে দেননি বাংলাদেশ অধিনায়ক তুহিন। প্রতিপক্ষের কাছ থেকে একাই বেশ কয়েকটি পয়েন্ট এনে দেন এ রেইডার। আর কেশব কুমার গুপ্তারা পয়েন্ট ছিনিয়ে নেয়ার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন। তাদেরকে এই অর্ধ্বে পয়েন্ট ছিনিয়ে নিতে খুব একটা দেয়নি বাংলাদেশের ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধ্বেও ছন্দ ধরে রাখে বাংলাদেশ। তবে শেষ ২০ মিনিট লড়াইয়ের চেষ্টা করে ইংল্যান্ড। কিন্তু প্রথমার্ধ্বে পয়েন্টের ব্যবধান ২৩ থাকাতে তা আর পূরণ করা সম্ভব হয়নি। আর বাংলাদেশের খেলোয়াড়রাও একের পর এক পয়েন্ট আদায় করে প্রথমবারের মতো বঙ্গবন্ধুকাপে খেলতে আসা ইউরোপের দেশ ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেয়। দ্বিতীয়ার্ধ্বে আরেকটি লোনা পায় বাংলাদেশ। সবমিলিয়ে চল্লিশ মিনিটের লড়াইয়ে তিনটি লোনা পায় স্বাগতিকরা।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক উন ইয়ং হ্যাক ই প্রসাদ রাও, স্টার স্পোর্টসের সিইও অরুন গোস্বামী, সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা রেনজের ডিআইজি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।