শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

দ্বিতীয় সন্তানের মা হতে পারব না : রানী মুখার্জি

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : গালাটা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে খুব কষ্টের সহিত রানী মুখার্জি জানান, দ্বিতীয় সন্তানের মা হতে চেয়েছিলেন বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। কিন্তু দুর্ভাগ্যক্রমে গর্ভপাতে মারা যায় সন্তান। গত বছর মেলবোর্নে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মূল বক্তা হিসেবে উপস্থিত হয়ে নিজের গর্ভপাত নিয়ে খোলামেলা কথা বলেছিলেন রানী। ফের বিষয়টি নিয়ে কথা বললেন এই অভিনেত্রী। তিনি আর দ্বিতীয় সন্তানের মা হতে পারবেন না।

ব্যক্তিগত জীবনে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বেঁধেছেন রানী। এ দম্পতির আদিরা নামের একটি কন্যা সন্তান রয়েছে। রানী বলেন, ‘আমি ৭ বছর দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা করেছি। আমার মেয়ের বয়স এখন ৮ বছর। ওর বয়স যখন এক-দেড় বছর তখন থেকে চেষ্টা করে আসছিলাম। সর্বশেষ আমি অন্তঃসত্ত্বা হই। কিন্তু আমি আমার সন্তানটিকে হারিয়ে ফেলি।’

আর মা হতে পারবেন না জানিয়ে রানী মুখার্জি বলেন, ‘আমি ৪৬ বছর বয়সী হতে যাচ্ছি, এটি এমন বয়স যখন সন্তান নিতে পারব না। এটি খুবই বেদনাদায়ক। কারণ আমি আমার কন্যাকে আর কোনো ভাই-বোন দিতে পারব না। আমার জন্য সত্যি এটি বেদনার।’
কন্যা আদিরাকে নিয়ে ভীষণ আনন্দিত রানী। কৃতজ্ঞতা প্রকাশ করে রানী মুখার্জি বলেন, ‘আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আদিরা আমার অলৌকিক সন্তান এবং তার জন্য সত্যি আমি সুখী। আমি নিজেকেই বলি, আদিরাই আমার জন্য যথেষ্ট।’ সূত্র : ইন্ডিয়া টুডে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com