মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলবেন না সাকিব

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ। গোড়ালির চোটের কারণে তিনি মাঠে নামতে পারেননি। তাকে ছাড়াই অবশ্য বাংলাদেশ হেসেখেলে জিতেছে। তবে আগামী সোমবার দল নামবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচেও সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ।

তবে তার চোট আশঙ্কাজনক কিছু নয় আদৌ। মূলত বিশ্বকাপকে সামনে রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে বিশ্রামে রাখছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ঠিক আগের দিন ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান সাকিব। এরপর তাকে প্রথম প্রস্তুতি ম্যাচে দলে রাখা হয়নি।

তবে সে চোট গুরুতর কিছু নয়, সেটা যদি হতোই, তাহলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরির শরণাপন্ন হতে হতো তাকে। সেটা হয়নি, তাই বিষয়টা আপাতত অত দুশ্চিন্তার নয় বলেই মনে করা হচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ আগামী ২ অক্টোবর নামবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। সেই প্রস্তুতি ম্যাচ দিয়ে দল শেষ করবে তাদের প্রাক বিশ্বকাপ পর্ব। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দলের বিশ্বকাপ মিশন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com