বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মধুখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান এবং ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ দিলীপ কুমার রায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডাঃ দিলীপ কুমার রায়।

মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক শাহজাহান হেলাল ও সালেহীন সোয়াদ সাম্মীর প্রশ্নের জবাবে ডাঃ দিলীপ কুমার রায় বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার সাথে কাজ করবো। ১৯৭৪ সাল থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জরিত। দীর্ঘ সময়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে আমার এ পর্যন্ত আসা। দ্বাদশ নির্বাচনে যেন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। এ সময় তার সফরসঙ্গী ছিলেন বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, ডাঃ শ্যামা প্রসাদ রায়সহ প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী আঃ মালেক সিকদার, সাধারন সম্পাদক কাজল বসু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান মিয়া, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মুবিন, অঞ্জন সাহা রানা, প্রচার সম্পাদক সাগর চক্রবর্তী, সদস্য মোঃ রমজান আলী বিশ্বাস, এসএম আকাশ, মোঃ মানিক সিকদার, মোঃ সজিব, সুজল খান, হৃদয় প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com