বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব্।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ‘‘উপজেলার বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল হোসেন (৩২), পিতা-মোঃ মোজাম্মেল হক, সাং-বাগুয়ান, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন, গ্রেপ্তারকৃত আসামী সক্রিয় মাদক কারবারি। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।