রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

দৌলতপুরে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, আটক ১

দৌলতপুরে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, আটক ১

ফরিদ আহম্মেদ, দৌলতপুর, কুষ্টিয়া:: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৭ লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এসময় এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ও সোমবার (১৭ মার্চ) রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয় এবং আটক করা হয় জালেমা বেগম (৪৫) নামে এক নারী মাদক পাচারকারীকে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় মঙ্গলবার সকালে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫২/৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠে মাদক ও চোরাচালােনর বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ২১০ বোতল ফেনসিডিল ও ৬৭৫ গ্রাম কেজি হেরোইন উদ্ধার করা হয়।

অপরদিকে সোমবার রাতে একই ব্যাটালিয়ন অধীনস্থ আশ্রয়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ হতে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তর ঠোটারপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মোছা. জালেমা বেগম নামে একজন নারী মাদক পাচারকারীক ৪৭০ গ্রাম ভারতীয় গাঁজাসহ আটক করা হয়েছে। সে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের হারিস মন্ডলের মেয়ে।

এছাড়াও একই ব্যাটালিয়ন অধীনস্থ মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল এবং কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ১৭ লক্ষ ১৬ হাজার ৬৪৫ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানিয়েছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com