শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

দৌলতপুরে যুবদল নেতার পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ, ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি

দৌলতপুরে যুবদল নেতার পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ, ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চুর বাণিজ্যিকভাবে চাষকৃত তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭০ লক্ষাধিক টাকা মূল্যের দেশি বিভিন্ন প্রজাতির মাছ মেরে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আদাবাড়ীয়া গ্রামের এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন। এবারও তিনি পাঁচটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেছেন। সম্প্রতি মাছ বিক্রি করার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার ভোরে একটি পুকুরে মাছ মরে ভাসতে দেখেন। একই অবস্থা পাশাপাশি আরো দুটি পুকুরে। মোট তিনটি পুকুরে মাছ মরে ভাসতে দেখে এলাকায় তোলপডা শুরু হয়ে যায়। খবর পেয়ে বুধবার সকালে এলাকার শত শত মানুষ পুকুর পাড়ে এসে ঘটনার তীব্র নিন্দা জানান।

স্থানীয় মাছ চাষী জানান, মঙ্গলবার দিবাগত রাতে পুকুর তিনটিতে পাঙ্গাস, মনো, রুই, মৃগেল সহ শত শত মন মাছ মারা গিয়ে পানিতে ভাসতে থাকে। বিষ অথবা গ্যাস ট্যাবলেট দিয়ে কিভাবে মাছগুলোকে মেরে দেয়া হয়েছে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুকুর তিনটিতে আর কোন মাছ জীবিত নাই।

মাছ ব্যবসায়ী ইব্রাহিম জানান, দুই তিন দিন আগেও ৫০ লক্ষ টাকা মাছের দাম বলেছিলাম। কিন্তু তিনি বিক্রি করেননি। বিষ প্রয়োগ করার ফলে মাছ চাষীর ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত মাছ চাষী ও উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু বলেন, পুকুর তিনটিতে প্রায় ৭০ লাখ টাকার মাছ ছিল। পুকুরের ১০/১৫ কেজি ওজনের চিতল, রুইসহ বেশ কিছু মাছও ছিল। তিনি বলেন, আমাকে আর্থিকভাবে দুর্বল করার জন্যই পূর্ব পরিকল্পনা মাফিক এ ঘটনা ঘটানো হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ অথবা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছগুলোকে মেরে দেওয়া হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com