শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, পারফরম্যান্স বেইজড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (PBSSI) এর আওতায় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিক্ষা অফিসার আবু তৈরব মো: ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হাই সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামাল আহমেদ, জেলা শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারি প্রোগ্রামার সোহেল রানা, দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। পৃথিবীর সব কিছু ভাগ হতে পারে, কিন্তু শিক্ষা কখনো ভাগ হয় না। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।
২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি, মাদ্রাসা ও ভোকেশনাল পর্যায়ে কৃতিত্বের ভিত্তিতে ২০ জন শিক্ষার্থীকে যশোর শিক্ষা বোর্ড মেধাবী হিসেবে মনোনীত করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।