শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা ৩শ’ পিচ ইয়াবাসহ এক মাদক চোরাকারবারী ও তিন মাদক সেবনকারীকে আটক করেছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার প্রাগপুর সীমান্ত পিলার থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, উপজেলার প্রাগপুর এলাকায় সীমান্ত পিলার ১৪৮/২-এস হতে ৬শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৃত আব্দুল গণির ছেলে মাদক চোরাকারবারী সোহেল রানার বাড়িতে অভিযান করে ৩শ’ পিচ ইয়াবাসহ তাকে আটক করে। এ সময় মাদক সেবনকারী প্রাগপুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০), রহিম মন্ডলের ছেলে শাহাদাত হোসেন (৪০), ভেগলের ছেলে মিলন হোসেনকে (৪২) আটক করে।
এছাড়াও বুধবার রাতে মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪১/২-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ, ১৭৮ বোতল ফেনসিডিল ও সাড়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, আটককৃত আসামীদেরকে ইয়াবা ট্যাবলেটসহ মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মালিকবিহীন উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করা হয়েছে।