শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

দৌলতপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৫ টায় দৌলতপুর উপজেলার তারাগুনিয়ায় সাবেক সংসদ সদস্য রেজা আহামেদ বাচ্চু মোল্লার বাসভবণ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসানুজ্জামান বাবলু, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান সবুর, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কুতুবউদ্দিন আহমেদ বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। দেশের চলমান সংকট মোকাবিলা করে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে হবে। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম সফল করতে হবে।

প্রধান বক্তা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, আজকের এই কর্মসূচির মাধ্যমে প্রমাণ হচ্ছে বিএনপি তৃণমূলে আরও সংগঠিত হচ্ছে। আগামী এক মাসের মধ্যে সারা বাংলাদেশ থেকে দুই কোটি মানুষকে আমাদের সদস্য করে প্রমাণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগে সবচেয়ে বড় দল ছিল এখন আছে।

সভাপতির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, সমাজের যে মানুষগুলো অন্য কোন সংগঠন করেননি তাদের কাছে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের আহবান পৌঁছে দিয়ে দলের নতুন সদস্য সংগ্রহ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com