বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে আজ বুধবার (২০ আগস্ট) উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী চিলমারী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন।
গত এক মাসের সৃষ্ট বন্যায় দৌলতপুর উপজেলার দুটি ইউনিয়ন চিলমারী ও রামকৃষ্ণপুর বন্যা কবলিত হওয়ায় প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। অতিরিক্ত বন্যার কারণে ঐ এলাকার মানুষের ঘর বাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, কর্মজীবী মানুষ যারা দিন আনে দিন খায় তারা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই অসহায় দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে প্রতিবারের ন্যায় এবারও দৌলতপুর উপজেলা বিএনপি খাদ্য সামগ্রী নিয়ে তাদের কাছে ছুটে যায়।
অসহায় পানিবন্দি মানুষগুলোর খোঁজ খবর ও খাদ্য সামগ্রী পৌঁছে দিতে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা বর্তমান সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসানুজ্জামান বাবলু যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান সবুর, কৃষকদলের সদস্য সচিব রুহুল আমিন, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চিলমারী ইউনিয়নের তিনটি পয়েন্ট চর বাহিরমাদি, বাজুমারা ও বাংলাবাজার এলাকায় মোট ১১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জনাব রেজা আহমেদ বাচ্চু মোল্লা অসহায় দুস্থ মানুষগুলোর সাথে মতবিনিময় করেন তাদের কষ্ট ও দুর্ভোগের কথা শোনেন। তিনি বলেন, আমরা আপনাদের জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী উপহার হিসেবে নিয়ে এসেছি আমি আশা করি আপনারা আমাদের এই ক্ষুদ্র সহযোগিতা সাদরে সুশৃঙ্খলভাবে গ্রহণ করবেন। জনাব রেজা নিজ হাতে অসহায় মানুষগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি প্রতি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদের এই অসহায় দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার নির্দেশ দেন। পরবর্তী পরিস্থিতিতে সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে নির্দেশ দেন স্থানীয় নেতাদের।