বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান কান্দিপাড়া ১নং ওয়ার্ড মথুরাপুর ইউনিয়ানের একই পাড়ার মোঃ আরফান ও বায়জিদ নামে দুই যুবককে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার আনুমানিক রাত ১১ টায় মুক্তার হোসেন নামে এক পাগলকে মারাকে কেন্দ্র করে পূর্বের শত্রুতার জের ধরে এই হত্যা সংঘটিত হয়।
এঘটনায় স্পটে মারা যায় আরফান সরদার (৩৫) তার পিতার নাম হামিদ সরদার এবং রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাইজিদ (৩২) তার পিতার নাম বিচার মন্ডল। মামা ফুরকানের বাড়িতে থাকা অবস্থায় আঘাতপ্রাপ্ত হয় মেজু সর্দার পিতা আজিম সরদার।
এসময় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ এসেছে।
হত্যাকান্ডে জড়িতরা হলেন- খাইরুল, সাদ্দাম, জয়, জাকার, নয়ন, সফিজ মণ্ডল, সোহেল, রিন্টু, আহাদুল, ওবায়দুল, লেবুল, হাকিনুল নুরুল, হাবিব।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান শেখ বলেন, একই বংশের দুইজনকে হত্যা করা হয়েছে। আমরা খবরটি পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।